স্বাধীনতার ৭৫। এই বাস্তব গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সাথে কাল্পনিক চরিত্রদের কোন যোগ নেই, কেউ যদি কিছু খুঁজে পান তাহলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ঘটনা মাত্র।
বাইশে শ্রাবণ, দক্ষিণের বারান্দায় অবন ঠাকুর ঠায় বসে যেন রবিকাকার পশ্চিমে ঢলে পড়ার গান শুনতে পাচ্ছেন। ধূসর দিন, শ্রাবণের মাঝি তরণী বেয়ে ঘন কুয়াশায় উধাও হয়ে যায়, গীতবিতান গেয়ে ওঠে…